প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৫০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাল বুধবার (১০ সেপ্টেম্বর) সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ডাকসু নির্বাচনের কারণে আজ মঙ্গলবারও কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দিনব্যাপী বড় ধরনের সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট শেষে এখন চলছে গণনার কাজ। ফলাফলের জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা।