প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল, কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনদের অনুরোধ করছি—ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি সামাল দিন। শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেবেন না। ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত বিজয় আপনাদেরই হবে।”
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে। ভোট শেষে চলছে গণনা।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ডাকসুতে ভোট দিতে ব্যবহৃত হয়েছে পাঁচ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য ছিল এক পাতার ব্যালট—একজন ভোটারকে মোট ছয় পাতার ব্যালটেই ভোট দিতে হয়েছে।