বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’— ছাত্রদলকে ফরহাদের অনুরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:৫১ পিএম

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’— ছাত্রদলকে ফরহাদের অনুরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্রতি আবেদন জানিয়েছেন, “প্লিজ ছাত্রলীগ হইয়েন না।”

ফরহাদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

তিনি অভিযোগ করেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রদল বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী জড়ো করেছে, সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।”

ফরহাদ আরও বলেন, “২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবে। অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। প্রমাণ আসার পর রোকেয়া হলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।”

তিনি জোর দেন, “ডাকসু নির্বাচনে যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারো ওপর দায় চাপানো যাবে না। অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ যাচাই করা প্রয়োজন।”

ফরহাদ সংবাদ সম্মেলনে পুনরায় ছাত্রদলকে সতর্ক করে বলেন, “শিক্ষকদের সঙ্গে সবসময় শ্রদ্ধাশীল আচরণ করা আবশ্যক। ছাত্রদল যেন ছাত্রলীগের মতো আচরণ না করে।”

মাতৃভূমির খবর

Link copied!