প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:৪৯ পিএম
দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী ভৈসেপাটিতে মন্ত্রীদের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেওয়া শুরু করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধম কাঠমন্ডু পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বিক্ষোভকারীরা ভৈসেপাটিতে এক মন্ত্রীর বাসভবনেও আগুন ধরিয়ে দেয়।
জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য তাদের সেনা ব্যারাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।