বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসমাগম, বাড়ছে উদ্বেগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:০৬ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসমাগম, বাড়ছে উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সকাল থেকে অস্বাভাবিক ভিড় চোখে পড়ছে।

বিশেষ করে মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত, চানখারপুল ও শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড়ে লোকজনের উপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই মুক্তি ও গণতন্ত্র তোরণ সংলগ্ন এলাকায় অসংখ্য মানুষ জড়ো হতে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যেতে বলে।

কিছুক্ষণ পরে দেখা যায়, তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নীলক্ষেত ও আশপাশে অবস্থান করছে।

চানখারপুল এলাকা ঘিরেও একই ধরনের অস্বাভাবিক ভিড়ের খবর পাওয়া গেছে। প্রতিনিধিরা উপস্থিতদের পরিচয় জানতে চাইলে কেউ স্পষ্ট কিছু বলতে চাননি। সাংবাদিক পরিচয় পেয়ে কয়েকজন দ্রুত এলাকা ত্যাগ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, এরকম জমায়েত তাঁরা আগে দেখেননি। তাঁদের ধারণা, ডাকসু নির্বাচনকে ঘিরেই এমন সমাগম হতে পারে।

শাহবাগ, ঢাকা মেডিকেল, আর্ট কলেজ ও জাতীয় জাদুঘর এলাকার মোড়গুলোতেও বিভিন্ন গ্রুপকে ঘোরাফেরা ও অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ একই স্থানে বারবার হাঁটাহাঁটি করছিলেন।

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের জনসমাগম সাধারণত বড় ধরনের নির্বাচন বা আন্দোলনের আগমুহূর্তে দেখা যায়। যদিও পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি, তবু বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “আমরা যারা অবস্থান নিয়েছিলেন, তাঁদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশিরভাগই কৌতূহলী মানুষ, তারা নিরাপদ দূরত্বেই রয়েছেন।”

মাতৃভূমির খবর

Link copied!