কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:৫৪ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জি এম রুহুল আমীন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অনুষ্ঠিত গণসংযোগের মাধ্যমে তিনি মোটরসাইকেল শোডাউনের মধ্যে দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন।
শোডাউনটি কোনাবাড়ি থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কালিয়াকৈরের বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে। প্রচারণার সময় তিনি উপস্থিত মানুষদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং নির্বাচনী ইস্যু ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।
জি এম রুহুল আমীন বলেন, “আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না। আমরা নির্বাচিত হলে এই আসনের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করব। শিল্প এলাকায় চাঁদাবাজি ও মাদকের আখড়া চিরতরে বন্ধ করে দেব এবং মানুষের মধ্যে অস্বস্তি দূর করে স্বস্তি ফিরিয়ে আনব।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তাকে গাজীপুর-১ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন। “আজ আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে হাতপাখা প্রতীকের নির্বাচনি প্রচার শুরু করলাম।”
জি এম রুহুল আমীন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)। গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা ও সিটি কর্পোরেশনের ৬ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
মাতৃভূমির খবর