শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাকেরগঞ্জে গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

বাকেরগঞ্জ ( বরিশাল)  সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:১০ পিএম

বাকেরগঞ্জে গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ  উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে রয়েছেন। গণছুটির কারণে গত ৫ দিন থেকে চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মকর্তা ও কর্মচারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না এবং বরখাস্তকৃতদের পুনর্বহাল করতে হবে, অব্যবস্থাপনার অবসান ঘটাতে হবে, বদলির নামে হয়রানি বন্ধ করতে হবে এবং জরুরি ভিত্তিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, এ অফিসে আওতায় মোট ৩৭ জন লাইন ম্যান রয়েছেন। এর মধ্যে ২০ জন লাইনম্যান জিএম বরাবর ছুটির ফরম পূরণ করে গণছুটিতে গেছেন। বাকি কয়েকজনকে অফিসে দেখা গেলেও তারা কাজে অংশগ্রহণ করেননি 

গতকাল ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে গিয়ে দেখা গেছে, ডেপুটি জেনারেল ম্যানেজার ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতির মতোই অলস সময় পার করছেন। সেবা নিতে আসা গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, কারও মিটার নষ্ট, কারও বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, আবার অনেকের নতুন সংযোগের কাজ ঝুলে রয়েছে। তারা কোনো সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম  জনকণ্ঠকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১০ বারের বেশি সময় বিদ্যুৎ চলে গেছে। এতে বয়স্ক এবং শিশুরা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে। কয়েক দিন ধরে অতিরিক্ত লোডশেডিং শুরু হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা বিঘ্ন ঘটছে। 

নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী বলেন, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-অব্যবস্থাপনা চলছে। কিন্তু আমাদের দাবি মানা তো দূরের কথা, উল্টো অন্যায়ভাবে বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুত করা হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণছুটি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, আমাদের মূল চালিকাশক্তি হচ্ছে লাইনম্যানরা, তারাই অনুপস্থিত। আমরা এখন গ্রাহককে সঠিক সেবা দিতে পারছি না। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!