মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শত্রুতা ভুলে মমতা-মোদির সমঝোতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৩৭ এএম

শত্রুতা ভুলে মমতা-মোদির সমঝোতা

নেপালে সেনা অভ্যুত্থানের পর সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বহুদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে বিজেপির সঙ্গে জাতীয় নিরাপত্তার ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে বিজেপি ও তৃণমূলের মধ্যে কোনো বিরোধ নেই। এখানে আমরা এক।’

১১ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার পতনের পর থেকে দেশটিতে সেনাবাহিনীর প্রভাব বেড়েছে। অস্থির পরিস্থিতির কারণে শিলিগুড়ি সীমান্তে অনুপ্রবেশ ও নকশালপন্থীদের কার্যক্রম বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে মোদি-মমতা বৈঠকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

ভারত-নেপাল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের পাশাপাশি মোতায়েন থাকবে সশস্ত্র সীমা বল (এসএসবি)। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো হবে।

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে বিজেপিকে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে দু’পক্ষ এখন একই প্ল্যাটফর্মে দাঁড়াল।

মাতৃভূমির খবর

Link copied!