শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৪৪ পিএম

কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

বাংলাদেশ সরকার কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে এবং তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা ভঙ্গ করছে এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

বাংলাদেশ এ ঘটনার বিরুদ্ধে কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থা, যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দায়িত্ব নিশ্চিত করে এবং আন্তর্জাতিক আইন ও সংস্থার চার্টারের প্রতি সম্মান বজায় রাখে।

মাতৃভূমির খবর

Link copied!