সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, পুলিশকে ধাওয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৩:৪৬ পিএম

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, পুলিশকে ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনরত বিক্ষোভকারীরা রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালান। পরে উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য নিকটবর্তী মডেল মসজিদে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।

এদিন দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীদের একটি বড় মিছিল ভাঙ্গা গোলচত্বরে প্রবেশ করে। সেখানে সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণেও বাধা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ উপজেলা সদরের দিকে আসতে থাকেন। কেউ হেঁটে, কেউ ভ্যান-নসিমন কিংবা মোটরসাইকেলযোগে বিক্ষোভে যোগ দেন।

এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় আটকে থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে ভাঙ্গা সার্কেল এএসপি, থানার ওসি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দেননি। তবে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের আওতাধীন আলগী ও হামিরদী ইউনিয়নকে সম্প্রতি ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত দুই সপ্তাহ ধরে আন্দোলনে রয়েছেন স্থানীয়রা। আন্দোলনের অংশ হিসেবে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার ছিল কর্মসূচির প্রথম দিন এবং সোমবার দ্বিতীয় দিনেও অবরোধ অব্যাহত রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!