রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৫১ এএম

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেছে স্থানীয়রা। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সম্মিলিতভাবে এ কর্মসূচির ঘোষণা দেন।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সিদ্ধান্তকে স্থানীয়রা অগণতান্ত্রিক বলে দাবি করে আসছেন।

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক কোনো যোগাযোগই ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথার সঙ্গে নেই। নির্বাচন কমিশন যাচাই-বাছাই ছাড়া এ সিদ্ধান্ত নিয়েছে। দুই ইউনিয়নের জনগণ এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি আরও জানান, টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথে অবরোধ চলবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান ও কমিশনের সামনে মানববন্ধনের কর্মসূচি পালন করা হবে।

প্রতিবাদকারীদের দাবি, সীমানা পুনর্বিন্যাসের এ সিদ্ধান্ত বাতিল করে আলগী ও হামিরদী ইউনিয়নকে পূর্বের মতো ভাঙ্গা উপজেলায় বহাল রাখতে হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।

মাতৃভূমির খবর

Link copied!