রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চাপ-বুলিং পেছনে ফেলে জাকসুর এজিএস মেঘলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৪৮ এএম

চাপ-বুলিং পেছনে ফেলে জাকসুর এজিএস মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয় ফলাফল। এতে আলোচনায় এসেছেন শিবির সমর্থিত প্যানেলের এক তরুণী, ৪৮ ব্যাচের দর্শন বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থীর নাম আয়েশা সিদ্দিকা মেঘলা।
 
পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় মেঘলা। শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে লড়েছেন এজিএস পদে। নির্বাচনের আগে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। সামাজিক চাপ, রাজনৈতিক সহিংসতা এমনকি ব্যক্তিগত আক্রমণ ও বুলিংয়ের শিকারও হন তিনি। তবু হার মানেননি, লড়েছেন সাহস নিয়ে।

শনিবার সন্ধ্যায় ঘোষণা করা চূড়ান্ত ফলাফলে দেখা যায়, এজিএস (নারী) পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মেঘলা। প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত মুখ হিসেবে তিনি জয় ছিনিয়ে নেন। এবারের জাকসুতে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ছয়জন। অনেকে সামাজিক চাপ ও চরিত্রহননের ভয়ে এগিয়ে আসেননি। তবে মেঘলা সবকিছু পেছনে ফেলে বাজিমাত করেছেন।

ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট। জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন মাজহারুল ইসলাম। এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২১টি পদ শিবিরের দখলে। 

চাপ সহ্য করে এমন বাস্তবতায় মেঘলার জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি নারী শিক্ষার্থীদের জন্য প্রতীকী অর্জন বলে মনে করছেন অনেকেই। আয়েশা সিদ্দীকা মেঘলার এই জয় নতুন প্রজন্মের নারী শিক্ষার্থীদের জন্য সাহস ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে।

মাতৃভূমির খবর

Link copied!