রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

‘কাতারে হামলায় মার্কিন-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না’

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৪৯ এএম

‘কাতারে হামলায় মার্কিন-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না’

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হতাহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (১৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর খবরে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টায় এ হামলা প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন রুবিও।

ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই এ ঘটনায় আমরা খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন এতে বদলাবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হবে- বিশেষ করে, গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় এর প্রভাব নিয়ে।’

গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি উদ্যোগ নিয়ে আলোচনায় বসেছিলেন বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতার শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

মাতৃভূমির খবর

Link copied!