প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৯ পিএম
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে চলমান অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে অবরোধ না সরালে আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে ব্যবস্থা নেবে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কেউ রাস্তা অবরোধ করে লাখো মানুষকে জিম্মি করে রাখতে পারে না। বিকেলের মধ্যে অবরোধ না সরালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সেখানে সম্প্রতি অনুষ্ঠিত কিছু নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, সীমান্ত পরিস্থিতি, ছিনতাই-ডাকাতি ইস্যু, আসন্ন দুর্গাপূজা এবং ফরিদপুরের দুই ইউনিয়ন ঘিরে তৈরি হওয়া জটিলতা নিয়েও আলোচনা হয়।
তিনি বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নকে পুরোনো আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, ‘যদি সত্যিই আপত্তি থাকে, তাহলে তা নির্বাচন কমিশনের কাছে জানানো যেত। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে রাস্তায় অবরোধ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কয়েকজনের কারণে লাখো মানুষ কষ্ট পাচ্ছে-এটা কোনোভাবেই সহ্য করা হবে না।’
তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।