প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪৫ এএম
টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময়ই আলোচনায় থাকেন- কখনো অভিনয় দিয়ে, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’। প্রায় এক দশক পর পূজার উৎসবে শ্রাবন্তীর সিনেমা প্রেক্ষাগৃহে আসছে, তাই নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।
এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেষবার ২০১৫ সালে পূজায় আমার ছবি মুক্তি পেয়েছিল-‘শুধু তোমারই জন্য’। এবার এত বছর পর আবারও পূজায় নতুন ছবি নিয়ে ফিরছি। আশা করি দর্শক ভালোবাসবেন।”
সিনেমা প্রসঙ্গে শ্রাবন্তীর ভাষ্য, ‘দেবী চৌধুরাণী চরিত্রটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, চরিত্র বদলাতে বাধ্য করে। তাই এই গল্পে দর্শক নিজেদের খুঁজে পাবেন।’
ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনায় অভিনেত্রী বলেন, ‘ছোট বয়সে মা হওয়ার জন্য অনেকেই সমালোচনা করেছেন। তবে আমি আজ আর তা গায়ে মাখি না। বরং কিছু সুবিধাও আছে। আমার ছেলে ঝিনুক যখন পাঁচ বছর বয়সী, তখন আমি কাজে ফিরি- সেই সময় আমার বয়স ছিল মাত্র ২১। তবে এটাও ঠিক, ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই খুব তাড়াহুড়ো ছিল।’
তিনি আরও যোগ করেন, “এখন কাজের বিষয়েও ছেলের সঙ্গে আলোচনা করি। ‘দেবী চৌধুরাণী’র গল্প প্রথম শুনিয়েছিলাম ওকেই। আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। মাত্র ১৬ বছরের বয়সের পার্থক্য বলেই হয়তো বন্ধুত্বের সম্পর্কটা আরও সহজ।”
উল্লেখ্য, ২০০৩ সালে শ্রাবন্তী রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। একসঙ্গে তারা ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।