প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:০১ এএম
কলকাতায় পরিবেশ সচেতনতা বিষয়ক এক আলোচনায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তিনি জানান, গত ১০ বছর ধরে প্লাস্টিক ব্যবহার করছেন না এবং এই সচেতনতা শেখার মূল সূত্র তার পরিবার।
এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, আমি আধা বাঙালি, বাবা জার্মার্নি। ৯ বছর বয়সে বাবাকে হারালাম, তারপর এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে পরিবারের শিক্ষার মাধ্যমে যা শেখায়, তা আজও আমার জীবনে বহন করি।
অভিনেত্রী জানান, মুসলিম পরিবারের মধ্যে মেয়েদের প্রকাশ্যে কথা বলার বিষয়ে কিছু সীমাবদ্ধতা থাকে। তবে তিনি সবসময় ডিবেট ও আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে এই বাধা ভেঙেছেন।
পরিবেশ সচেতনতার বিষয়ে দিয়া আরো বলেন, আমি ‘ফিকি ফ্লো’-এর আলোচনায় বলতে চাই—১০ বছর ধরে আমি প্লাস্টিক ব্যবহার করি না। মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে, যা আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। ছেলের জন্মদিনও আমি বরাবর এনভায়রনমেন্ট-ফ্রেন্ডলি আয়োজন করি, যেখানে বেলুন ব্যবহার করি না।
দিয়া মির্জা আরও জানান, তিনি জীবনে কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করেন মেটালের বোতলে পানি নেওয়া, কাপড়ের থলি ব্যবহার, একই পোশাক বারবার পরা, এবং নিরামিষ খাবার খাওয়া। এই ছোট পরিবর্তনগুলো পরিবেশ রক্ষায় বড় প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।
৪০ বছরের জীবনে তিনি শিখেছেন, কোনো কিছু না বলতে লজ্জার নয়। নিজের কন্যা থেকে শিখেছেন, জীবনে অপ্রয়োজনীয় কাউকে জায়গা দেওয়া ঠিক নয়।
দিয়া বলেন, আমার ১৬ বছরের কন্যা, যাকে আমি বিবাহসূত্রে পেয়েছি, তার কাছ থেকে শিখেছি না বলতে পারাটা কোনো দোষ নয়।