শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:১৩ এএম

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, রুশ বাহিনী বর্তমানে যুদ্ধে অগ্রগতি অর্জন করছে এবং জয়লাভ করছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। পুরো দেশ- সমগ্র রাশিয়া- এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে। আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা ও ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।’

ওপেন সোর্স তথ্য অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশ।

সাম্প্রতিক সময়ে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনী দুটি গুরুত্বপূর্ণ গ্রাম নিয়ন্ত্রণে এনেছে- শান্দ্রিগোলোভে এবং জারিচনে, যা স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হচ্ছে এবং শান্দ্রিগোলোভে রুশ পতাকা উত্তোলন করেছে।

অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে তাদের পাল্টা আক্রমণ কিছু অগ্রগতি অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন যুদ্ধবিরতির জন্য এবং কিয়েভকে প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদানের কথাও বিবেচনা করছেন।

মাতৃভূমির খবর

Link copied!