শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারের সরকার পতন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০৯ এএম

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারের সরকার পতন

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন ‘জেন জি’ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। বিক্ষোভ ও সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘সরকারের সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’

‘জেন জি’ বিক্ষোভ বৃহস্পতিবার থেকে রাজধানী আন্তানানারিভোতে শুরু হয়ে দ্রুত আটটি শহরে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ পথচারীও রয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যগুলোকে গুজব হিসেবে অস্বীকার করেছে।

সারাদেশে সহিংসতা ও লুটপাটের কারণে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সরাসরি গুলি ব্যবহার করেছে।

রাজোয়েলিনা সোমবার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন ও সরকার ভেঙে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আগামী তিন দিনের মধ্যে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। তিনি তরুণদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৬০ সাল থেকে মাদাগাস্কারে একাধিক গণঅভ্যুত্থান ঘটেছে। ২০০৯ সালের গণবিক্ষোভে সাবেক প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা পদত্যাগ করতে বাধ্য হন, এবং রাজোয়েলিনা ক্ষমতায় আসেন। ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়া রাজোয়েলিনার জন্য এবারের আন্দোলন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মাতৃভূমির খবর

Link copied!