শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের দখল শেষ করার আহ্বান ফিনল্যান্ডের

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৪৫ এএম

ইসরায়েলের দখল শেষ করার আহ্বান ফিনল্যান্ডের

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিতে গিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের চলমান দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি গাজার মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ আখ্যায়িত করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশ এবং বন্দিদের মুক্তির দাবি জানান।

স্টাব বলেন, ‘১৯৬৭ সাল থেকে শুরু হওয়া দখলদারিত্ব শেষ করা উচিত। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার কোনো রাষ্ট্রের নেই।’ তিনি গাজার সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট স্টাব আরও বলেছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারেরও আহ্বান জানান। তার প্রস্তাবে রয়েছে স্থায়ী সদস্য সংখ্যা বাড়ানো এবং ভেটো ক্ষমতার সীমাবদ্ধতা।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

মাতৃভূমির খবর

Link copied!