প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৯:৩৭ এএম
আধুনিক বিশ্বে শুধু একাডেমিক যোগ্যতা নয়, ভাষা দক্ষতাও ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ইংরেজি, আরবি ও চাইনিজ—এই তিন ভাষার দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।
বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি হলো গ্লোবাল যোগাযোগের প্রধান মাধ্যম। ব্যবসা, উচ্চশিক্ষা কিংবা কূটনীতি—সব ক্ষেত্রেই ইংরেজি দক্ষতা একজনকে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতায় এগিয়ে রাখে।
অন্যদিকে আরবি ভাষার গুরুত্ব বাড়ছে মধ্যপ্রাচ্যের চাকরির বাজার ও ব্যবসায়িক খাতে। বর্তমানে লাখো বাংলাদেশি প্রবাসী মধ্যপ্রাচ্যে কর্মরত। তাদের মতে, আরবি ভাষায় দক্ষতা অর্জন করলে শুধু কর্মসংস্থান নয়, নেতৃত্ব ও ব্যবস্থাপনায়ও নতুন সুযোগ তৈরি হয়।
চাইনিজ বা মান্দারিন ভাষা ইতিমধ্যেই হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতির অন্যতম শক্তি। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ার ফলে এই ভাষায় দক্ষ পেশাজীবীদের চাহিদা ক্রমেই বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের এক শিক্ষক জানান, “বাংলাদেশি তরুণদের মধ্যে ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে হলে কমপক্ষে একটি বিদেশি ভাষায় দক্ষতা অপরিহার্য।”
ভাষা বিশেষজ্ঞদের মতে, ইংরেজি আন্তর্জাতিক দরজা খুলে দেয়, আরবি মধ্যপ্রাচ্যে সম্ভাবনার দ্বার বাড়ায় এবং চাইনিজ দক্ষতা এশিয়ার বাজারে আলাদা সুবিধা এনে দেয়।