সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৪:২২ পিএম

১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

অধ্যাপক পদমর্যাদার দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি  প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন।

পৃথক  প্রজ্ঞাপনের মধ্যে দুটি প্রজ্ঞাপনে ৪৯ জন করে এবং আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

বদলিভিত্তিক অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। না হয় ওই তারিখ থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।

Link copied!