সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৪:৩৭ পিএম

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। একইসঙ্গে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ জুলাই) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি আদালত এই রায় ঘোষণা করে।

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের ছবি স্বত্ব থেকে হওয়া আয় গোপন রেখেছিলেন এবং সেই আয়ের কর পরিশোধ করেননি। যদিও ৬৬ বছর বয়সী এই কোচ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি ছিল, কর ফাঁকির ঘটনাটি হয়েছিল হিসাবরক্ষকদের ভুলে।

আদালতের পর্যবেক্ষণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। তবে স্পেনের আইন অনুযায়ী, যদি কারও সাজা দুই বছরের কম হয় এবং পূর্বে কোনো ফৌজদারি অপরাধে দোষী না হয়ে থাকেন, তাহলে তাকে কারাগারে যেতে হয় না। সে হিসেবে আনচেলত্তি এখনই জেলে যাচ্ছেন না, তবে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।

স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, মামলায় রাষ্ট্রপক্ষ আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড এবং ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, আনচেলত্তি শুধু রিয়ালের কাছ থেকে পাওয়া বেতনের তথ্য কর দপ্তরে জমা দিয়েছিলেন, কিন্তু তার ব্যক্তিগত ব্র্যান্ড ও ছবি স্বত্ব থেকে যে আয় হয়েছিল, তা গোপন রেখেছিলেন।

উল্লেখ্য, আনচেলত্তি ২০১৪ সালে প্রথমবার রিয়াল মাদ্রিদের কোচ হন এবং ২০১৬ সালে ক্লাবটি ছাড়েন। এরপর বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে ফের রিয়ালে ফেরেন তিনি। চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।

Link copied!