প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:২৫ পিএম
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএসে (বিশেষ) নিয়োগ পরীক্ষায় ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করল পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মূল সনদ না থাকায় ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।
এছাড়া সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া এমবিবিএস সনদ না থাকায় উল্লিখিত দুজন প্রার্থীর প্রাথিতা বাতিল করা হলো। গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
এদিকে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট চলাকালে প্রবেশপত্রে হাতে লিখে নকলের চেষ্টা করায় একজন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
রোববার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। তার ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০২৪ এর বাকি সময় এবং পরবর্তী এক বছর কমিশনের সব পরীক্ষা ও বিজ্ঞাপিত যেকোনো পদের জন্য আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।