প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:১৭ পিএম
বলিউডে আবারো শুরু হয়েছে বিতর্কের ঝড়। স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার ঘটনায় হঠাৎই নাম জড়িয়েছে শিল্পা শেঠির সঙ্গে। অভিনেত্রী এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ৬০ কোটি টাকার বেশি অর্থ চারের নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। অভিযোগে শিল্পা শেঠি, বিপাশা বসু এবং নেহা ধুপিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
শিল্পা শেঠির আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মক্কেল ১০ বছর আগে কখনো ১৫ কোটি টাকার কোনো লেনদেন করেননি। এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘আমরা খুঁজে বের করছি এই মিথ্যা তথ্য কোথা থেকে আসছে। যারা শিল্পা শেঠির মানহানি করতে চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।’
এ বিষয়ে রাজ কুন্দ্রা বলেছেন, ‘অল্প কিছু সময় অপেক্ষা করুন। আমরা কখনোই কোনো ভুল কাজ করিনি। সত্যিটা শিগগিরই সকলের সামনে প্রকাশিত হবে।’
শিল্পা শেঠি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে নীরব থাকবেন না এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগত পথে লড়াই করবেন।