প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৩২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারিত আটটি কেন্দ্রে টানা ভোট চলছে। প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা মিলে দাঁড়িয়েছে আট শত দশ।
সকালে সাড়ে সাতটার দিকে ব্যালট বাক্স খোলা হয় এবং উপস্থিত সবাইকে দেখানোর পর সেগুলো সিলগালা করা হয়। এ সময় প্রার্থীদের পোলিং এজেন্ট ও গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল গত রবিবার। ওই দিন ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যান্টিন, বিভিন্ন অনুষদ ভবন ও আবাসিক হলে ছিল প্রার্থীদের ব্যস্ত উপস্থিতি, প্রচারপত্র বিতরণ আর কর্মীদের সরব কার্যক্রম।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার শত একাত্তর জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী আছেন বাষট্টি জন। সহ-সভাপতি পদে লড়ছেন পঁইতাল্লিশ জন, সাধারণ সম্পাদক পদে উনিশ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে পঁচিশ জন। নারী প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন পাঁচজন, সাধারণ সম্পাদক পদে একজন ও সহ-সাধারণ সম্পাদক পদে চারজন।
ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাত শত পঁচাত্তর। এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আট শত তেহাত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয় শত দুই জন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিকেল চারটার মধ্যে কেন্দ্রে সারিতে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।