মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে: ফরহাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৪২ পিএম

সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে।

আর এসব অনিয়মের বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। সব বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ অভিযোগ করেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এই জিএস পদপ্রার্থী প্রার্থী।

এস এম ফরহাদ বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি ঢুকতে দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও, ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।

এসময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এস এম ফরহাদ।

মাতৃভূমির খবর

Link copied!