মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হচ্ছে: মারজান

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:০৭ পিএম

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হচ্ছে: মারজান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল “সচেতন শিক্ষার্থী সংসদ”-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী খাইরুল আহসান মারজান অভিযোগ করেছেন, তাদের প্যানেলের একজন এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) তার প্যানেলের একজন এজেন্ট বৈধভাবে প্রবেশ করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে, ওই কেন্দ্রের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘৮ থেকে ১০ জন এজেন্ট কেন্দ্রের ভেতরে আছেন, তাই আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

খাইরুল আহসান মারজান বলেন, ‘যে ৮ জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ৬ জনই ছাত্রদলের প্যানেলের। আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ তাদের পরিচয়পত্র ও কার্ড ঠিকঠাক ছিল।’

তিনি আরও বলেন, ‘কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একটি পাতানো নির্বাচনের নমুনা।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। অন্য বারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।

মাতৃভূমির খবর

Link copied!