প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:১১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, অনেক প্রার্থী ও ছাত্র দলের নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, “অনেকে টোকন দিয়ে ভোট চেয়েছে, ফলে ভোটাররা সমস্যার মুখে পড়ছে। নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন করতেন, ভোটাররা আরও সুন্দরভাবে ভোট দিতে পারতেন। কমিশন এখন নির্বিকার ভূমিকা পালন করছে।”
কাদের জানান, নানাজন আশঙ্কা করেছিল অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তিনি আরও বলেন, “ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, কোনো চটকদার কথায় তারা ভোট দেবেন না। আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের উদাহরণ দিয়ে কাদের বলেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন এবং সিনেটে দুই প্রার্থী ভোটারদের টানাহেঁচড়ার অভিযোগ রয়েছে। কমিশনকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা নিয়েও উদ্বিগ্ন। ব্যালট বাক্স স্বচ্ছ হওয়ার কথা থাকলেও কিছু কেন্দ্রে টিনের বাক্স ব্যবহার হয়েছে, যা নিয়ে সন্দিহান। কাদের আশা প্রকাশ করেন, এখনও সময় আছে এবং কমিশন ব্যবস্থা নেবে।
তিনি বলেন, “১০০ গজের মধ্যে যারা ভোট চাচ্ছেন, এতে ভোটাররা প্রভাবিত হবে না। তবে ভোটারদের টানাহেঁচড়ার জন্য সমস্যা হচ্ছে।”