মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

হুইলচেয়ারে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫৭ পিএম

হুইলচেয়ারে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ডাকসুর এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।

মোট ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী এবারের ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।

মাতৃভূমির খবর

Link copied!