প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:১২ এএম
বাকেরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডে বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর ) রাত ৩টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে। নগদ ৬০হাজার টাকা ও ২ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে বিকাল ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
সাইদুর রহমান রুবেল বলেন, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আমার মা তার মেয়ের বাসায় বেড়াতে যায়। তখন ঘরে আর কেউ ছিলো না, মেয়ে বাড়িতে বেড়াতে যাওয়ায় আমি ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৬০হাজার টাকা ও ২ভরি স্বর্ণালঙ্কার নেই। ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন একটি টিম। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।