রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

অটোরিকশা বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৫১ এএম

অটোরিকশা বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

সিলেটের অটোরিকশা বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাংয় এ দুর্ঘটনা ঘটে। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, জাফলং থেকে ছেড়ে আসা  যাত্রীবাহী বাস সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Link copied!