বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে : কাতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৪১ পিএম

নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে : কাতার

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায়। কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার নির্দেশ দিয়ে শুধু তাদের সার্বভৌমত্বই লঙ্ঘন করেননি, আন্তর্জাতিক আইনও ভেঙেছেন; এজন্য তাকে শাস্তি পেতেই হবে।

নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ কাতার
তেল আবিবে নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, দোহায় সাম্প্রতিক হামলা ‘কাতারের উদ্দেশে একটি বার্তা।’ এর ঘন্টাখানেকের মধ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘এটি বেপরোয়া নীতি, ব্যর্থতাকে আড়াল করার কৌশল। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই-এই অপরাধের জবাবদিহি তাকে করতেই হবে।’

হামলার প্রেক্ষাপট
৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী একটি বহুতল ভবনে বোমা বর্ষণ করে। ১৫ মিনিট স্থায়ী ওই হামলায় ৬ জন নিহত হন। তবে সৌভাগ্যক্রমে হামাস প্রধান খলিল আল হায়া বেঁচে যান। হামলার পরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

কাতারের অবস্থান
কাতার বহুদিন ধরে গাজা সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে দোহায় হামলার পর দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে-এখন তাদের প্রথম কাজ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ও দায়ীদের আইনের আওতায় আনা। ‘এ ধরনের হামলা আর যাতে না ঘটে, সেজন্য আমরা আইনি ও কূটনৈতিক সব ব্যবস্থা নেব,’ জানিয়েছেন আল আনসারি।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘসহ বহু দেশ ইতোমধ্যেই ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কাতারের এই কড়া অবস্থান ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার পথ খুলে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন উত্তেজনা সৃষ্টি করবে।

মাতৃভূমির খবর

Link copied!