শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজশাহীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০২:০১ পিএম

রাজশাহীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (১৫ আগস্ট) সকালে জানাজানি হয়।

ঘটনাটি পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে ঘটে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের মরদেহ বাড়িতেই ছিলো। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে ঋণের দায়ে খাওয়ার অভাবে স্ত্রী ও সন্তাদের হত্যা ও নিজে আত্মহত্যা করেছেন। 

মৃতরা হলেন- মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা। 


বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক। তিনি বলেন, বামনশিকড়ে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে বেশ কিছু কথা লেখা আছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানাতে পারবো।

মাতৃভূমির খবর

Link copied!