শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত, আহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:০৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত, আহত ১

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। বুধবার (১৪ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ সকাল ৫টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ঢাকা-মে-ব-১১-৫৫৮৯ নম্বরের একটি বাস পেছন থেকে নারায়ণগঞ্জ-থ-১১-২৪৮৬ নম্বরের সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি যাত্রী নিপা (৩০), স্বামী রুবেল, সাং—কেন্দুয়া, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ এবং গীতা রানী (৬৫), স্বামী ঠাকুর দাশ, সাং—কেন্দুয়া, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গীতা রানীকে মৃত ঘোষণা করেন।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট  মাহামুদুল হাসান দৈনিক মাতৃভূমির খবর-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালাচ্ছি।”

‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ জুলহাস উদ্দিন দৈনিক মাতৃভূমির খবর-কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!