শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণ-অলংকার ও টাকা পয়সা লুট

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:১৯ পিএম

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণ-অলংকার ও টাকা পয়সা লুট

নারায়ণগঞ্জের বন্দরের সোনাচোরারবাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাতের নৃশংস লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট ২০২৫  রাত সাড়ে ৭টার দিকে রামনগর সোনাচোরারবাগে অসুস্থ সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

‎সেলিম মিয়া জানান, তার চিকিৎসার জন্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কাছ থেকে সংগ্রহ করা টাকা, ছেলে ইমন ও তার স্ত্রীর বেতন এবং স্বর্ণালংকার নিয়ে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। ‎ডাকাতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অসুস্থ সেলিম মিয়া ও প্রতিবেশী মাসুমকে দেশীয় অস্ত্রের মুখে মারধর করে।

‎স্থানীয়রা পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে রাজু ও শাওন নামের দুজনকে চিনতে পেরেছে। ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় এবং দুজনকে মারধর করে।

‎‎বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃভূমির খবর

Link copied!