বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বাকেরগঞ্জে একাধিক রহস্যময় মৃত্যু

মাদকের জোয়ারে ভাসছে পুরো ১৪টি ইউনিয়ন, থেমে নেই কিশোর গ্যাং

মেহেদী হাসান রনি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:১৬ পিএম

মাদকের জোয়ারে ভাসছে পুরো ১৪টি ইউনিয়ন, থেমে নেই কিশোর গ্যাং

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বেবাজ গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক এবং রহস্যাবৃত ঘটনা, যা পুরো এলাকা জুড়ে বইয়ে দিয়েছে আতঙ্কের ছায়া। কলসকাঠী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকার কাঁচামাল ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (৪০) নিজ বাড়ির তিনতলার ছাদের রেলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও সন্দেহের তীব্র বার্তাবরণ।

এ যেন মৃত্যু নয়, এক অমীমাংসিত রহস্যের খেলা। কেউ বলছেন মানসিক রোগে ভুগছিলেন, কেউ বলছেন ‘জিনে মেরেছে’, আবার কেউ সরাসরি এই মৃত্যুতে কারও হাত রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করছেন। সব মিলিয়ে মৃত্যু না রহস্য—এই প্রশ্ন এখন বাকেরগঞ্জবাসীর মনের গভীরে গেঁথে আছে।

এই একটি ঘটনা যেন তুলে ধরেছে পুরো উপজেলার একটি গভীর ব্যাধিকে—অস্বাভাবিক মৃত্যু ও অপরাধের লাগামহীন প্রবৃদ্ধি। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক হত্যাকাণ্ড, খুন-গুম ও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। অথচ প্রশাসনের নীরবতা ও থানার নিষ্ক্রিয়তা এই অপরাধপ্রবণ চিত্রকে যেন আরও গাঢ় করে তুলেছে।

বিশেষ করে কথিত ‘আণ্টিরখলা বাহিনী’ নামের একটি অপরাধীচক্র এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। দিনের আলোয় যেমন, তেমনি রাতের আঁধারেও তাদের দাপট চলছেই। চুরি, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে অস্ত্রের ঝনঝনানি পর্যন্ত—সবই যেন এখন নিত্যদিনের বাস্তবতা। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘নীরব দর্শক’ হয়ে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

আরেক ভয়াবহ দিক—মাদকের বিস্তার। স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-যুবক এমনকি মধ্যবয়সীরাও আজ মাদকের ছোবলে নিঃশেষ। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইনের পাশাপাশি এখন নতুন ধরনের কেমিক্যাল মাদকও ঢুকে পড়েছে গ্রামীণ জনপদে। অথচ প্রশাসনের তৎপরতা প্রায় নেই বললেই চলে।

উপজেলার সাধারণ মানুষ আজ প্রশ্ন রাখছে—এই নৈরাজ্যের শেষ কোথায়? অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে কেন? পুলিশ কি কেবল ঘটনার পর লাশের সুরতহালেই সীমাবদ্ধ থাকবে?

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ চক্রের শেকড় উপড়ে ফেলতে হবে। প্রশাসনকে জাগতে হবে ঘুম থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে, একসময় বাকেরগঞ্জ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হবে।

এমএইচআর\মাতৃভূমির খবর

Link copied!