প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:২০ পিএম
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, প্রধান উপদেষ্টা রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি পাঠিয়েছেন। আজকের বৈঠকে সেই বিষয়টি আলোচিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, ভোটের নির্ধারিত তারিখের দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা যায়।
তবে, তফসিলটি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ ‘না’ বলেন।