বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের দৃষ্টিতে জামায়াত ২.০ রূপে আবির্ভূত হচ্ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:০৬ এএম

ভারতের দৃষ্টিতে জামায়াত ২.০ রূপে আবির্ভূত হচ্ছে

বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে ভারতের রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী।

দীর্ঘদিন ধরে ভারত দলটিকে সন্দেহের চোখে দেখেছে, এমনকি বিএনপির সঙ্গে সম্পর্কও শিথিল রেখেছে কেবল জামায়াতের প্রভাবের কারণে।

তবে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি ভিন্ন রূপ নিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য তাদের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, দলটি এখন নতুন প্রজন্মের নেতৃত্বে “জামায়াত ২.০” রূপে আবির্ভূত হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্তের মতে, জামায়াতের নবীন নেতারা পোশাক-আশাক ও বক্তব্যে আধুনিকতার ছাপ দিচ্ছেন।

তিনি সম্প্রতি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দলটি এখন মুক্তিযুদ্ধ-পরবর্তী অবস্থান নিয়ে অতীতের নেতাদের ক্ষমা প্রার্থনার কথাও স্বীকার করছে। পাশাপাশি, ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে তাদের আগ্রহও প্রকাশ পাচ্ছে।

তবে সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তার মতে, জামায়াতের অতীত রেকর্ডই যথেষ্ট প্রমাণ করে যে তাদের বিশ্বাস করা যায় না। তিনি মনে করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ভারতকে সবসময় সতর্ক করে চলতে বাধ্য করবে।

বিশ্লেষকদের একাংশ যেখানে জামায়াতকে নতুন রূপে দেখতে চাইছেন, অন্য অংশের মতে, দলটি আসলে কৌশল বদলালেও মৌলিক চরিত্রে পরিবর্তন আসেনি। ফলে, ভারত কীভাবে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে—এ প্রশ্ন এখনো জটিল ও বিতর্কিত রয়ে গেছে।

মাতৃভূমির খবর

Link copied!