শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০২:০০ পিএম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করে বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে। এ সময় দলের নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।

মাতৃভূমির খবর

Link copied!