শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:০০ পিএম

অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
 
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হলো।
 
এ বিষয়ে ছাবির আহমদ চৌধুরী জানান, আনীত অভিযোগের বিরুদ্ধে তিনি দলীয় হাইকমান্ডে তার যুক্তি উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।

মাতৃভূমির খবর

Link copied!