শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিএনপি পাশে ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে: নুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৫:০৭ পিএম

বিএনপি পাশে ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করে বলেছেন, বিএনপির মতো একটি শক্তি পাশে ছিল বলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্যচিত্র ‘জুলাই ৩৬’-এর প্রদর্শনীতে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের জুলুম-নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত এই প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি টেলিভিশন আরটিভি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘জুলাই অভ্যুত্থানের সক্রিয় শক্তিগুলোর মধ্যে বিভেদ কাম্য নয়, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।’

তিনি জানান, ‘বিগত দিনে পুলিশ-প্রশাসন দেশের নয়, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেছে। সেজন্যই দেশে অভ্যুত্থান হয়েছে।’

রিজভী আরও বলেন, ‘১৬ বছরের এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচণ্ড আলোড়ন তুলেছে। প্রথমেই তো প্রতিরোধের জন্য এগিয়ে আসে না। ক্ষোভ-বিক্ষোভের মধ্য দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয়, সেটা হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা জুলাইয়ে দেখলাম।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুর জানান, ‘জুলাই অভ্যুত্থান কারও একার পক্ষে সম্ভব ছিল না। সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এ অভ্যুত্থানে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘এই আন্দোলন-সংগ্রামে বিএনপির মতো একটি সংগঠিত শক্তি যদি না থাকতো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা যখনই আন্দোলন করেছি—কোটা সংস্কার আন্দোলন ২০১৮ থেকে ২০২৪—সব সময়ই তাদের কোঅর্ডিনেশন ও সাহায্য ছিল। তারা ফ্রন্টে ছিল না, কিন্তু পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে।’

মাতৃভূমির খবর

Link copied!