রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‎সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১২:৩২ এএম

‎সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের মিজমিজি ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২নং ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজমিজি ২নং ওয়ার্ড কর্মজীবী দলের আহ্বায়ক ডালিম মোহাম্মদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল গাফফার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী হোসেন।

‎প্রধান বক্তা ছিলেন মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস. এম. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, এলজিইডি শাখার সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা জেলা কর্মজীবী দলের সভাপতি মানিক হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ সাগর, মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মোস্তফিজুর রহমান বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎‎এসময় জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন, “আমাদের নেতা তারেক রহমান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। দেশের বাইরে থেকেও তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বার্তা পাঠাচ্ছেন। আমরা যারা বিএনপির জন্য কাজ করি, সেই বার্তা নিয়েই মাঠে কাজ করে যাচ্ছি।

‎তিনি আরও বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। গত ১৮ বছর কর্মজীবী দলের নেতাকর্মীরা বিএনপির সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং সত্যের পথে কাজ করে যাচ্ছে।

মাতৃভূমির খবর

Link copied!