রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৯:৫৪ এএম

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দুর্দান্ত অভিনয় দিয়ে জয় করেছে অসংখ্য ভক্তের হৃদয়। নাটকের পাশাপশি দুই বছর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিশোর। সামাজিক মাধ্যমে ‘সুড়ঙ্গ ২’- সিক্যুয়ালে অভিনয় করার ইঙ্গিত দিয়েছেন এ অভিনেতা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সিনেমার জন্য।

কিন্তু এরই মধ্যে ভক্ত-অনুরাগীদের দুঃসংবাদ দিলেন এ অভিনেতা। নিজেই জানালেন হাঁটুতে আসন্ন অস্ত্রোপচারের কথা।

শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

নিশো বলেন, ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা নি সার্জারি করাতে হবে।’

তিনি বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না।’

এদিকে সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’। সিরিজটিতে আফরান নিশোর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে।

সম্প্রতি রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে থাকছেন আরেক ডাইনামিক অভিনেতা চঞ্চল চৌধুরীও। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!