বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৬:৩৩ এএম

এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান

টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার। যার বিয়ে নিয়ে নানা সময় নানা কথা উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়ে কি সত্যি করেছেন নাকি করেননি, এমন প্রশ্ন নিয়ে হইচই কম হয়নি নেটিজেনদের মধ্যে। 

তবে এসব আলোচনার মধ্যেই এবার সুখবর দিয়েছেন শামীম। নাটকের কোনো দৃশ্যে না, সত্যিই বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) মিরপুরে ডিওএইচএসে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, 'আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'

শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত কয়েক মাস আগে দুজনের পরিচয়। শুক্রবার পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।

শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।

Link copied!