বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কদমতলীতে ৪১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:০১ পিএম

কদমতলীতে ৪১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর কদমতলী থানার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪১৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ জানায়, গতকাল (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক এক লাখ পঁচিশ হাজার সাতশত টাকা মূল্যমানের ইয়াবাসহ মোঃ মনির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কদমতলীর পাটেরবাগ এলাকার বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনির স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Link copied!