সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষকদের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: ইউএনও রোমানা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৪৭ পিএম

শিক্ষকদের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: ইউএনও রোমানা

নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে ছবি


বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে। তাদের স্বপ্ন জাগাতে হবে। তাদের শিখাতে হবে আসলে তুমি কি হতে চাও?

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি (আইসিটি)’ ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের সুব্যবস্থা থাকতে হবে। আপনার প্রতিষ্ঠানে টাকা না থাকলে প্রয়োজনে টাকা আমি দেব। তিনি শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকারও আহ্বান জানান। 
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, বাকেরগঞ্জ জে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি'র শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

সভা শেষে বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদ রচিত ‘মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ। 

মতবিনিময় সভার সঞ্চালনায় করেন আমেনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন।

মাতৃভূমির খবর

Link copied!