সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নতুন করে ইসির নিবন্ধন পাচ্ছে ৬ দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫০ এএম

নতুন করে ইসির নিবন্ধন পাচ্ছে ৬ দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে ছয়টি নতুন রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর এসব দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার জন্য নথি কমিশনে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।

সূত্রটি জানায়, ছয় দলের ফাইল কমিশনে পাঠানো হলেও আরও ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে। আর বাকি ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম ধাপে কোনো দলই শর্ত পূরণ না করায় সময় বাড়ানো হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করে শুনানি নেয় ইসি। সেখান থেকে ছয়টি দল নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে।

আইন অনুযায়ী নিবন্ধন পেতে হলে দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০ উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয় দল যুক্ত হলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টিতে।

মাতৃভূমির খবর

Link copied!