বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ছয় বছরের জড়তা ভেঙে নতুন সূচনা

বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রীয় কমিটিতে ঐক্যের শপথ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৩:৪৩ পিএম

বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রীয় কমিটিতে ঐক্যের শপথ

ছয় বছরেরও বেশি সময় ধরে চলা স্থবিরতা, জড়তা ও নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন প্রাণের সঞ্চার হলো বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রীয় কমিটিতে। রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC) কনফারেন্স হলে আয়োজিত এক আবেগঘন ও ঐতিহাসিক অনুষ্ঠানে পুরনো কমিটির অবসান ঘটিয়ে নবনির্বাচিত কমিটি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে যা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নের এক দৃঢ় অঙ্গীকার।

অবসান ও নতুন যাত্রা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহবুবা , আহ্বায়ক, বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবুন নাহার, অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা, প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় কমিটি, শাহিদা খাতুন ,অবসরপ্রাপ্ত  প্রাক্তন সভাপতি সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচএফপি) সমিতি পদায়ন। বিশেষ অথিতি, নুর জাহান বেগম , অবসরপ্রাপ্ত, পরিবার কল্যাণ পরিদর্শিকা, প্রাক্তন সাধারণ সম্পাদক,
সভাপতির আনুষ্ঠানিক ঘোষণায় পুরনো কমিটির অবসানের মধ্য দিয়ে সভাকক্ষ ভরে ওঠে মিশ্র আবেগে কেউ গর্বে উজ্জ্বল, কেউ পুরনো দিনের স্মৃতিতে আপ্লুত। এর পরপরই নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন, প্রতিজ্ঞা করেন স্বচ্ছতা, ঐক্য ও মানবিক সেবার আদর্শে নিজেদের নিয়োজিত রাখার।

নতুন নেতৃত্বের নাম ঘোষণা
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব সভাপতি, হামিদা আক্তার, সিনিয়র সহ-সভাপতি: শিরিন আক্তার, সহ-সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদীকা মাহফুজা শারমিন নাস, সাংগঠনিক সম্পাদীকা সায়েমা আলম এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সম্মানীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন যাত্রার সাক্ষী হন।

ঐক্যের অঙ্গীকার

শপথ গ্রহণ শেষে বক্তারা ঘোষণা দেন একতাই শক্তি, একতাই বল আমরা একসাথে মিলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব দেশের প্রতিটি ঘরে।
তাঁরা পুনরায় মনে করিয়ে দেন জাতীয় স্লোগান “ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” যা জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সমতা, সচেতনতা ও উন্নত জীবনের প্রতীক।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

নতুন নেতৃত্ব অঙ্গীকার করে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পেশাগত অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, মাঠ পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জনগণের আস্থা ফিরিয়ে এনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তারা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে সীমিত সম্পদ, প্রতিকূল পরিবেশ এবং সামাজিক বাধা, যা মোকাবিলা করে সেবা কার্যক্রমকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে।

ত্যাগের স্বীকৃতি

বক্তারা বলেন, গ্রামে-গঞ্জে, শহরের অলিগলিতে, প্রতিকূল আবহাওয়ায় কিংবা সীমিত সুযোগে যে নারীরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেন, তাঁদের ত্যাগ ও সাহস জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। তারা মনে করিয়ে দেন, এই ফ্রন্টলাইন যোদ্ধাদের নিরলস প্রচেষ্টাই বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড।

সমাপনী ঘোষণা

অনুষ্ঠানের সমাপনীতে সভাপতি মাহবুবা বলেন, আজকের দিনটি কেবল নেতৃত্ব পরিবর্তনের নয় এটি ঐক্যের শপথ, সবার জন্য সেবার অঙ্গীকার। আমাদের যাত্রা আজ শুরু হলো, যা থামবে না।
নতুন কমিটির এই অভিষেক জনস্বাস্থ্য সেবার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে লক্ষ্য একটাই স্বচ্ছ, ঐক্যবদ্ধ ও জনগণের আস্থাভাজন একটি পরিবার কল্যাণ নেটওয়ার্ক গড়ে তোলা। 

মাতৃভূমির খবর

Link copied!