প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৪:০৪ পিএম
ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট লীগ আইপিএলে ম্যাচ ফিক্সিং-এর মামলায় তাকে জড়িয়ে ভিত্তিহীন প্রচার চালানোর অভিযোগে দুটি টিভি চ্যানেল এবং এক সাবেক পুলিশ অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় এক যুগ পর সেই মামলার বিচার শুরু হতে যাচ্ছে।
তামিলনাড়ুর মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদলতে মানহানি মামলাটির বিচার শুরু করার নির্দেশ দিয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।
২০১৪ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা নিয়ে ধোনির বিরুদ্ধে ভিত্তিহীন খবর প্রচারের জন্য জি মিডিয়া করপোরেশন, জি নিউজের তখনকার সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ নেশন নেটওয়ার্ক এবং তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পদ কুমারের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেছিলেন ধোনি। তিনি তখন দলটির অধিনায়ক ছিলেন।
ধোনির আইনজীবী জানিয়েছেন, আসামি পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধোনি। তাকে অক্টোবরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে যখন খুশি ডাকা যাবে। যে কোন জিজ্ঞাসার জন্য প্রস্তুত ধোনি।