শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:৫৭ এএম

জামায়াত আমিরের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, এদিন সকাল সাড়ে আটটায় অপারেশন শুরু হয়।

এ বিষয়ে হাসপাতালের সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানান, শফিকুর রহমান বাংলাদেশের ডাক্তারদের কাছেই অপারশনের ওপর ভরসা রেখেছিলেন।

তিনি আরও বলেন, ‘ডা. শফিকুর রহমানের দুটি ধমনিতে ৪টি বাইপাস করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে। ৭ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন তিনি। এ ছাড়া আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজনৈতিক মাঠে ফিরতে পারবেন জামায়াত আমির।’

দলটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সবার দোয়ায় আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

গত শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে অসুস্থ হন তিনি। এরপরই ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়ে।

Link copied!